ইনসাইড বাংলাদেশ

দুই মামলায় খালেদা জিয়ার জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/10/2018


Thumbnail

ঢাকা ও নড়াইলে দায়ের করা মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া জামিন বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আজ সোমবার শুনানি শেষে জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও কায়সার কামাল।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন সংবাদিকদের বলেন, আপিল বিভাগের এই আদেশের ফলে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল থাকলো। তবে, কুমিল্লার দুই মামলায় জামিন পেলে বেগম খালেদা জিয়ার মুক্তিতে আর কোনো বাধা থাকবে না।

মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বির্তকিত মন্তব্যে করার অভিযোগে ঢাকা ও নড়াইলের আদালতে করা পৃথক দু’টি মানহানির মামলায় খালেদা জিয়াকে গত ১৩ ও ১৪ আগস্ট ছয় মাসের জামিন দেয় হাইকোর্ট। খালেদা জিয়ার ঐ দুই জামিন আবেদনের ওপর স্থগিতাদেশ চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭