ইনসাইড বাংলাদেশ

‘শয়তানের সঙ্গে জোট করে শয়তান’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/10/2018


Thumbnail

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শয়তানের সঙ্গে যারা জোট করতে চায়, তারাও শয়তান।’

রাজপথে সক্রিয় থাকলে শয়তানের সঙ্গেই জোট, গতকাল রোববার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিএনপির সমাবেশ থেকে আসা এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের এই কথা বলেন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার রাজধানীর গুলশান -২ এ সপ্তাহব্যাপী জনসংযোগ কর্মসূচি উদ্বোধন করেন সেতুমন্ত্রী। সেখানেই তিনি একথা বলেন।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে যারা আন্দোলনে রাজপথে নামবে তাদের সঙ্গে আমাদের ঐক্য হবে। সেখানে যদি শয়তানও থাকে তাদের সাথেই ঐক্য হবে।’ এই মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘শয়তানের সাথে জোট করে তারা যারা নিজেরাই শয়তান।’

বিএনপির সমাবেশ থেকে বিএনপির কারান্তরীণ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাজপথ দখল করে নেয়ার হুমকিও দেয়া হয়। এ বিষয়ে কাদের বলেন, ‘রাজপথ দখল করবে রাজপথ কে দখল করতে আসে দেখব। রাজপথ দখল করতে আসলে আইনপ্রয়োগকারী সংস্থা জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেবে।’

এছাড়া আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যেই ৩ অক্টোবর জেলায় জেলায় এবং পরদিন সব মহানগরে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে বিএনপির জনসভা থেকে।  ওবায়দুল কাদের সাংবাদিকদের নিশ্চয়তা দিয়ে বলেন, একই সপ্তাহে আওয়ামী লীগ এবং বিএনপির কর্মসূচি নিয়ে দেশে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে না।

বিএনপির জনসভায় তোলা সাত দাবিকে অযৌক্তিক, অবাস্তব এবং কোনো কোনোটি সংবিধানবিরোধী উল্লেখ করেন ওবায়দুল কাদের বলেন, ‘এই সকল অবাস্তব দাবি এমন সময় যখন নির্বাচনের শিডিউল ঘোষণার আর মাত্র এক মাস বাকি। এর মধ্যে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। তারা নিজেরাই ক্ষমতায় থাকলে এই সময়ের মধ্যে এই দাবিগুলো মেনে নিতে পারবে না।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘এই দাবিগুলো তারা শুধুমাত্র বলার জন্য বলছে। তাদের নেতা কর্মীদের চাঙ্গা করতে এইসব আবোলতাবোল বকছে। তারাও জানে এই দাবিগুলো মেনে নেওয়ার কোন যৌক্তিকতা নেই।’

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭