ওয়ার্ল্ড ইনসাইড

গাইয়ুম জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/10/2018


Thumbnail

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম জামিনে মুক্তি পেয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার দেশটির উচ্চ আদালতে জামিনের জামিন আবেদন করলে তা মঞ্জুর করা হয়। বিবিসি এ তথ্য জানিয়েছে।

৬০ হাজার রুপাইয়ার বিনিময়ে আদালত গাইয়ু্মের জামিন মঞ্জুর করে বলে জানা গেছে। একইসঙ্গে আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মালদ্বীপের প্রধান বিচারপতির সঙ্গে ৮০ বছর বয়সী গাইয়ুমকেও গ্রেপ্তার করা হয়। নিজের সৎ ভাই আব্দুল্লাহ ইয়ামিনের সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় গাইয়ুমের বিরুদ্ধে। বিচারকাজে বাধা দেওয়ার মামলায় তাঁকে ১৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ‘সন্ত্রাসবাদের’ মামলায়ও তার বিচার চলছে।

গত ২৩ সেপ্টেম্বরের জাতীয় নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ও তাঁর সৎ ভাই আবদুল্লাহ ইয়ামিন পরাজিত হন। এরপরই বেশ কয়েকজন রাজবন্দীকে কারাগার থকে মুক্তি দেওয়া হয়।

মালদ্বীপে সবচেয়ে বেশি সময় ধরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন মামুন আবদুল গাইয়ুম। ১৯৭৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দীর্ঘ ৩০ বছর দেশটির ক্ষমতায় ছিলেন তিনি।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭