ইনসাইড বাংলাদেশ

এস কে সিনহার বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/10/2018


Thumbnail

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ‘এ ব্রোকেন ড্রিম’ বইয়ে মণিপুরী সম্প্রদায়কে ‘রাজাকার ও পাকিস্তানপন্থী’ হিসেবে উল্লেখ করার প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‘বাংলাদেশের মণিপুরী জনগোষ্ঠী’র ব্যানারে আজ সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে মণিপুরী নেতৃবৃন্দ বলেন, বিচারপতি এস কে সিনহা তার সদ্য প্রকাশিত বইয়ে মিথ্যা ও কাল্পনিক তথ্য দিয়ে মণিপুরী সম্প্রদায়কে হেয় করেছেন। মনিপুরী সম্প্রদায়ের অনেকেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেন, শহীদও হন। কিন্তু সিনহা সে সত্য অস্বীকার করে তার মনগড়া কাল্পনিক তথ্য দিয়ে মণিপুরী সম্প্রদায়ের মনে আঘাত করেছেন।

বক্তারা অবিলম্বে এ বই থেকে মণিপুরিদের সর্ম্পকে অপমানজনক বক্তব্য প্রত্যাহার করার পাশাপাশি বইটি বাজেয়াপ্ত করে এর মূদ্রণ, বাজারজাতকরণ বন্ধ করারও জোর দাবী জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন।

এছাড়াও মুক্তিযুদ্ধকালীন সময়ে বিচারপতি সিনহার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তারা।

বীরমুক্তিযোদ্ধা মনমোহন সিংহ, মৌলভীবাজার মনিপুরী সমিতির সভাপতি নীলচন্দ্র সিংহ, সিলেটের পঞ্চায়েত প্রধান অনিল সিংহ, সমাজকর্মী সামেন্দ্র সিংহ, একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, ক্ষীর সিংহ, নিনেন্দ্র সিংহ, শান্ত সিংহ, সজল সিংহ প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭