ইনসাইড বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবেন আহমদ শফী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/10/2018


Thumbnail

কওমি সনদের স্বীকৃতির বিল জাতীয় সংসদে পাস করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবেন  শাহ আহমদ শফী। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সর্বোচ্চ সংস্থা আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনার জন্য কমিটিও গঠন করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিস (তাকমিল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান আইন, ২০১৮’ পাস হয়। এ কারণে আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশ সোমবার বৈঠক করে। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সর্বোচ্চ সংস্থাটির অন্তর্ভুক্ত ৬ বোর্ডের কর্মকর্তা  বৈঠকে অংশগ্রহণ করেন। এ বৈঠকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য ১৫ সদস্যের কমিটিও গঠন করা হয়।

জানা গেছে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশের সদস্যরা। প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাহ আহমদ শফী। তবে সংবর্ধনার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।


বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭