ওয়ার্ল্ড ইনসাইড

অহিংস মতবাদের প্রতীক মহাত্মা গান্ধীর জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/10/2018


Thumbnail

‘এমনভাবে অধ্যয়ন করবে, যেন তোমার সময়াভাব নেই, তুমি চিরজীবী। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে, যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে।’

এ মহান উক্তিটি করেছিলেন অহিংস মতবাদের প্রতীক মহাত্মা গান্ধী। ভারতের অন্যতম প্রধান রাজনীতিবিদের ১৪৯তম জন্মদিন আজ। সমস্ত পরিস্থিতিতেই মহাত্মা গান্ধী অহিংস মতবাদ এবং সত্যের ব্যাপারে অটল থেকেছেন। এ কারণে বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয় আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে।

গান্ধী ভারতে এবং বিশ্বজুড়ে মহাত্মা এবং বাপু নামে পরিচিত। তাঁর সম্মানার্থে ভারত সরকার তাকে ভারতের ’জাতির জনক’ হিসেবে ঘোষণা করেছে । প্রতি বছর ২রা অক্টোবর তাঁর জন্মদিন উপলক্ষ্যে ভারতে গান্ধী জয়ন্তী পালন করা হয়।

একজন শিক্ষিত ব্রিটিশ আইনজীবী হিসেবে, গান্ধী প্রথম তাঁর অহিংস শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেন দক্ষিণ আফ্রিকায় নিপীড়িত ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনে। ভারতে ফিরে আসার পরে কয়েকজন দুঃস্থ কৃষক এবং দিন মজুরকে সাথে নিয়ে বৈষম্যমূলক কর আদায় ব্যবস্থা এবং বহু বিস্তৃত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন।

কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী সমগ্র ভারতব্যাপী দারিদ্র্য দূরীকরণ, নারী স্বাধীনতা, বিভিন্ন জাতিগোষ্ঠির মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, বর্ণ বৈষম্য দূরীকরণ, জাতির অর্থনৈতিক সচ্ছলতা সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভারতকে বিদেশী শাসন থেকে মুক্ত করার লক্ষ্যে তাঁর ভূমিকা ছিল অনন্য। ১৯৩০ সালে গান্ধী ভারতীয়দের লবণ করের বিরুদ্ধে প্রতিবাদে ৪০০ কিলোমিটার দীর্ঘ ডান্ডি লবণ কুচকাওয়াজে নেতৃত্ব দেন, যা ১৯৪২ সালে ইংরেজ শাসকদের প্রতি সরাসরি ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত ঘটায়। তিনি বিভিন্ন সময় বিভিন্ন কারণে বেশ কয়েকবার দক্ষিণ আফ্রিকা এবং ভারতে কারাবরণ করেন।

গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে আজ সারাদিন জুড়ে রাজধানী দিল্লিসহ সমগ্র ভারতেই আয়োজন করা হয়েছে  গান্ধীজীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপণে নানা অনুষ্ঠান৷ সকালে মহাত্মার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শ্রদ্ধা জানান সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী৷ রাষ্ট্রপতি ভবনে স্বচ্ছতা পুরস্কার প্রদানের আয়োজন করা হয়েছে। পুরস্কার দেবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদিও৷

গান্ধীর ১৪৯তম জন্মজয়ন্তীকে মাথায় রেখে গত সেপ্টেম্বর মাস থেকে ‘স্বচ্ছতাই সেবা অভিযান’-এর ডাক দেন ভারতের প্রধানমন্ত্রী৷ আজ মঙ্গলবার গান্ধীজীর জন্মদিনে সেই অভিযানেরও সমাপ্তি ঘোষণা করা হবে

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭