ইনসাইড বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকার চেয়ে রিটের শুনানি কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/10/2018


Thumbnail

জাতীয় সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।  

গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। উক্ত রিটে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সাতজনকে বিবাদী করা হয়েছে।  

সংসদ নির্বাচনের ৪২ দিন আগে সংসদ ভেঙে দিয়ে নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রুল জারির আবেদন করা হয় রিটে। এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় নিষেধাজ্ঞার আদেশ দিতেও আবেদনে বলা হয়েছে।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭