ইনসাইড বাংলাদেশ

‘নীতিহীন মওদুদরাই বিএনপির শীর্ষ নেতা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/10/2018


Thumbnail

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ মৃত ব্যক্তির নামে ভূয়া সার্টিফিকেট আদালতে জমা দিয়েছিল, ৪০ বছর আগের দখল করা বাড়ি জায়েজ করার জন্য। এই লোকের কোনো নীতি আদর্শ নেই। বারবার দল পাল্টায়। এইসব নীতিহীন লোকেরাই বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা।’  

আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাম্যবাদী দলের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী। 

বিএনপি নেতাদের মামলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘২০১৪ সালে নির্বাচনের আগে যেমন বিএনপি নেতারা নাশকতা করেছিল এবারও তেমনটা করতে পারে, পুলিশ এ তথ্য জানতে পেরেই তাঁদের বিরুদ্ধে মামলা করেছে।’

বিএনপি শীর্ষ নেতাদের বিরুদ্ধে নির্বাচনের পূর্বে কেন মামলা করা হলো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের নমুনা এরাই। মওদুদ আহমদ অন্যের বাড়ি দখল করেছিলেন। এরাই হলের বিএনপির শীর্ষ নেতা। আমাদের আওয়ামী লীগে এমন কোনো নেতা নাই।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ  

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭