টেক ইনসাইড

ফেসবুকের নতুন ফিচার ‘রকেট শিপ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/04/2017


Thumbnail

ফেসবুকে আরো একটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে। কিছু ব্যবহারকারী তাদের অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে ‘নিউজ ফিড’ আইকনটির পাশেই নতুন ‘রকেট শিপ’ আইকন দেখতে পাচ্ছেন।

এ বিষয়ে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, এটি মূলত ব্যবহারকারীদের জন্য দ্বিতীয় আরেকটি নিউজ ফিড হবে। এখানে গুরুত্বপূর্ণ পোস্টগুলো প্রদর্শিত হবে। ‘রকেট শিপ’ আইকনটিতে ক্লিক করলে তা দ্বিতীয় নিউজ ফিডে নিয়ে যাবে।

এই ফিচারটি আপাতত পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে এবং তা নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য।

তবে ঠিক কবে নাগাদ এই ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে, সে ব্যাপারে এখনো কিছু জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।

বাংলা ইনসাইডার/আরকে




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭