ইনসাইড বাংলাদেশ

পাটের পলিথিন তৈরিতে যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/10/2018


Thumbnail

বাণিজ্যিক ভিত্তিতে পাট থেকে পরিবেশবান্ধব জুটপলি (পলিথিন) উৎপাদন করতে যুক্তরাজ্যের একটি বেসরকারি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)।

আজ মঙ্গলবার সচিবালয়ে পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এবং পাট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফয়জুর রহমান চৌধুরীর উপস্থিতিতে যুক্তরাজ্যের ফুটামুরা কেমিক্যাল কোম্পানির জেনারেল ম্যানেজার গ্রিমি কোলহার্ডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।  

সমঝোতা স্মারক অনুষ্ঠানে পাট থেকে পলিথিন তৈরির উদ্ভাবক ড. মোবারক হোসেন এবং বিজিএমসি’র চেয়ারম্যান ড. মো. মাহামুদুল হাসান উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের চুক্তি অনুযায়ী, আগামী ৬ থেকে ৯ মাসের মাধ্যমে বাণিজ্যিক উৎপাদনে যাবে বিজেএমসি। বাংলাদেশি বিজ্ঞানীর আবিস্কৃত সোনালী ব্যাগ উৎপাদনে যুক্তরাজ্যের ফুটামুরা কেমিক্যাল কোম্পানি সব ধরনের মেশিনারিজ সহযোগিতা প্রদান করবে।   

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭