ইনসাইড বাংলাদেশ

বামদের সঙ্গে মিনিমাম পয়েন্টে ম্যাক্সিমাম ঐক্য চান কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/10/2018


Thumbnail

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সহ অনান্য বামপন্থী দলগুলোর সঙ্গে ঐক্য করতে চেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আজকে একটি বিষয় ভালো লাগছে বামপন্থীরা সকলে একই সুরে কথা বলছেন। সেটি হচ্ছে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তাঁরা নেই। সুতরাং আসুন না আমরা মিনিমাম পয়েন্টে ম্যাক্সিমাম ইউনিটি (ঐক্য) গড়ে ফেলি।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাম্যবাদী দলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান ওবায়দুল কাদের।

এসময় সেতুমন্ত্রী আরও বলেন, ‘কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন আট দলীয় জোটের অনেকের সঙ্গেই আমরা একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি। তাদের আদর্শের প্রতি আমার কোনও অশ্রদ্ধা নেই। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এইসব প্রশ্নে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, অসুবিধাটা কোথায়?  

জাতীয় ঐক্যে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে জাতীয় ঐক্য চাই। আমরা জাতীয় ঐক্য চাই দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা জাতীয় ঐক্য চাই সাম্প্রদায়িক অশুভ শক্তির বিরুদ্ধে। আমরা জাতীয় ঐক্য চাই নষ্ট রাজনীতির বিরুদ্ধে। আমরা জাতীয় ঐক্য চাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সঙ্গে। দেশের স্বাধীনতা যুদ্ধের চেতনায় আমরা জাতীয় ঐক্য চাই।’

বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭