ইনসাইড বাংলাদেশ

‘রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/10/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয়েছ। আজ বুধবার বিকেল ৪টায় গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। জাতিসংঘের ৭৩ তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী অংশগ্রহণ বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, এ সফরের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের কথা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে আহ্বান জানানো হয়েছে বিশ্ব নেতৃবৃন্দকে।

এই সফরের মাধ্যমে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানান শেখ হাসিনা।

এছাড়া ১০ দিনের সফরে যেসব কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, সে বিষয়ে সংক্ষেপে আলোকপাত করেন প্রধানমন্ত্রী।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭