ইনসাইড বাংলাদেশ

‘যাঁদের অপরাধী মন তাঁরাই শুধু ভয় পাবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/10/2018


Thumbnail

ডিজিটাল আইন নিয়ে সাংবাদিকদের শঙ্কার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ভয় পাবে তাঁরা যাঁরা অপরাধী, আমার পরিষ্কার কথা।’

আজ বুধবার বিকেল ৪টায় গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। জাতিসংঘের ৭৩ তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী অংশগ্রহণ বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা যদি মনে করে তারা কারও বিরুদ্ধে মিথ্যা তথ্য দেবে না, বিভ্রান্ত করবে না তাহলে ভয় পাওয়ার কিছু নেই।‘

দেশের আইনে সিআরপিসিতে যা দেওয়া আছে তাই নতুন আইনে দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই আইনগুলো আগেই করা আছে। নতুন আইনে ডিজিটাল ডিভাইসগুলো যোগ করা হয়েছে। নির্বাচন সামনে রেখে যাঁরা আওয়ামী লীগকে ঘায়েল করার জন্য ডকুমেন্টস প্রস্তুত করে বসে আছে তাঁরাই বেশি উদ্বিগ্ন। কারণ তাঁরা ভাবছে, একটি মিথ্যা সংবাদ দেবে আর ঝামেলায় পড়বে।‘

বাংলা ইনসাইডার/এসএইচটি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭