ইনসাইড বাংলাদেশ

‘ভোটে যাওয়ার সাহস নেই, কিন্তু পতাকা ওয়ালা গাড়ি চাই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/10/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পদ্মাসেতু নিয়ে যখন আমাদের অপমানিত হতে হয়েছিল, তখন কারা বেশি উৎসাহিত ছিল। ২০০৭ সালে কাদের পত্রিকার বড় বড় হেডলাইন দিয়ে আমাকে দুর্নীতিবাজ বানানোর অপচেষ্টা করা হতো। একটার পর একটা করে ১৬ টা মামলা দেওয়া হয়েছে আমার নামে। বিশ্বব্যাংকও তদন্ত করে কিছু পায় নাই। এরপরেও কিছু লোক অপেক্ষা করে বসে থাকে যে সরকার চলে যাবে, কেউ আসবে যাদের চাল নেই, চুলা নেই, সংঘঠন করতে পারবে না, ভোটও চাইতে পারবে না। কিন্তু তাদের ক্ষমতায় যাওয়ার খায়েস। তাদের খায়েস পূরণ করতে গিয়ে মানুষকে অনেক খেসারত দিয়ে হয়।’

আজ বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদে অংশগ্রহণ বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যারা অবৈধ ভাবে ক্ষমতা দখলকারীদের দাঁরা উপকৃত হয়, তাদেরতো একটা আকাঙ্ক্ষা থেকেই যায়। সেই আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে বারবার দেশকে বিপদে ফেলা হয়। আমি ভোটে যেতে পারবো না, সাহস নেই, কিন্তু আমার পতাকা ওয়ালা গাড়ি চাই। আর সেই পতাকা দেবে অবৈধ ক্ষমতা দখলকারী। যারা ব্যক্তি স্বার্থে ক্ষমতা দখল করতে চায়, তাদের সবসময় একটা অপচেষ্টা আছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে শেষে সোমবার সকাল সাড়ে ৯টায় দেশে ফিরেছেন। গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। 

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭