কালার ইনসাইড

গ্রান্ড ফিনালের প্রশ্ন ফাঁসের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/10/2018


Thumbnail

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ ` গ্র‍্যান্ড ফিনালের পূর্ব মুহূর্তে প্রশ্ন ফাঁসের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এক বিচারকের কন্ঠ স্পষ্ট শোনা গেছে। যেখানে তিনি প্রতিযোগীকে আগেই শিখিয়ে দিচ্ছেন কি প্রশ্ন করা হবে মঞ্চে। যার মাধ্যমে বিশ্ব মঞ্চে আমাদের ১৮ কোটি মানুষের সম্মান ভর করে আছে। মিস বাংলাদেশ জয়ী মিস ওয়ার্ল্ডের বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সেখানে প্রতিনিধিত্ব করবে। তবে এভাবে যদি প্রশ্ন বিলিয়ে দিয়ে মেধাসম্পন্ন করা হয়, এতে আমাদের ১৮কোটি মানুষের সম্মান কোথায় গিয়ে দাড়ায় ভাবতে পারেন? এভাবে মুখস্থ করিয়েও যারা সহজ উত্তর বুঝতে হিমশিম খায়, তারা দেশের জন্য গৌরব ময় কিছু অর্জনে ভূমিকা পালন করবে বলে মনে হয়না।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আয়োজনের পর নানানরকম বিতর্কিত হচ্ছে, জান্নাতুল নাঈম এভ্রিলের বিয়ে নিয়ে সমালোচনা হয়েছে, এবার ২০১৮ মিস ওয়ার্ল্ড বাংলাদেশে ২০১৭`র মুকুট জয়ী জেসিয়া ইসলাম কোন রকম আমন্ত্রণই পায়নি, যেখানে একজন মুকুট জয়ী পরের বার যে জয়ী হবে তাকে গ্র‍্যান্ড ফিনালে মুকুট পড়িয়ে দেওয়ার নিয়ম আছে। অবশ্য মিস বাংলাদেশ জেসিয়া ইসলাম শুধু টাইটেলটাই ব্যবহার করেছে তবে দেশের জন্য করণীয় যা তার ১% ও করেনি। তিনি ব্যস্তই ছিলেন ট্রলের স্বীকার হওয়ার ধকল সামলানোয়! অন্যদিকে বিয়ের খবর ফাস হওয়ায় মুকুট হারানো এভ্রিল জাতীর কাছে প্রতিজ্ঞা বদ্ধ হন ‘এভ্রিল ফাউন্ডেশন ` চালাবেন। বাল্যবিবাহ বন্ধ করবেন! কিন্তু তা খবরের শিরোনাম পর্যন্তই আছে। এক বছর অতিক্রম করবার পরেও তার সেই শিরোনাম বাস্তবে রূপ নেয়নি!

যেহেতু এটি আন্তর্জাতিক প্লাটফর্ম সুতরাং আয়োজকদের সঠিক বিচার বিবেচনা করা দরকার!


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭