ইনসাইড বাংলাদেশ

উন্নয়ন মেলার উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/10/2018


Thumbnail

তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্ধোধন করেন তিনি।

উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়নের কথা বলেন। এছাড়া উন্নয়নের ক্ষেত্রে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।

আজ থেকে তিন দিনব্যাপী সারাদেশে উন্নয়ন মেলা চলবে বলে জানানো হয়েছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ময়দান এবং প্রত্যেক জেলা ও উপজেলায় একই সময়ে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবারের এই মেলায় ৩৬৬টি স্টল থাকছে। আজ এ মেলার উদ্বোধনী দিনে এক শোভাযাত্রারও আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষে উন্নয়নের বিভিন্ন ধারণাভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানে দেশি ও বিদেশি উন্নয়ন অংশীদাররা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭