ইনসাইড বাংলাদেশ

খালেদা জিয়াকে দ্রুত বিএসএমএমইউতে চিকিৎসার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/10/2018


Thumbnail

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দ্রুত (বিএসএমএমইউ) চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠণেরও নির্দেশ দেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডে খালেদার জিয়ার পছন্দের তিনজন চিকিৎসক থাকতে পারবেন। তবে মেডিকেল বোর্ড পাঁচজনের মধ্যে কেউ স্বাচিপ বা ড্যাবের সদস্য থাকতে পারবেন না। 

আজ বৃহস্পতিবার খালেদার চিকিৎসা সংক্রান্ত একটি রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ প্রদান করেন।   

আদালতে আজ খালেদার পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী এবং ব্যারিস্টার কায়সার কামাল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।  

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করে আদালত। রায় ঘোষণার দিন থেকেই নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় আছেন বেগম খালেদা জিয়া।

বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭