ইনসাইড বাংলাদেশ

দশম সংসদের শেষ অধিবেশন ২১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/10/2018


Thumbnail

দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন আগামী ২১ অক্টোবর শুরু হচ্ছে । বর্তমান সংসদের এটিই হবে শেষ অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে আজ বৃহস্পতিবার এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

এদিন বিকাল সাড়ে ৪টায় সংসদের বৈঠক শুরু হবে। অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সূচি নির্ধারণ করা হবে।

জানা যায়, এবারের সংসদ অধিবেশন খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য হবে। আগামী ৩১ অক্টোবর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯০ দিনের ক্ষণ গণনা শুরু হবে। এর আগেই অধিবেশন শেষ হবে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সংসদের ২২তম অধিবেশন শেষ হয়। ওই অধিবেশন শুরুর দিনই কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সংসদের পরবর্তী অধিবেশনের সূচি ঠিক করা হয়।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭