ইনসাইড বাংলাদেশ

চট্টগ্রামের জঙ্গি আস্তানায় চলছে র‍্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/10/2018


Thumbnail

চট্টগ্রামের মীরসরাইয়ে একটি সন্দেহভাজন জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযান চলছে। আজ শুক্রবার রাত সাড়ে ৩টা নাগাদ এ অভিযান শুরু হয় বলে জানা গেছে।

র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ বলেন, `আমাদের কাছে তথ্য ছিল একটি গ্রুপ যারা চট্টগ্রাম ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছে। তাদেরকে ধরার জন্যই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটি পরিচালনা শুরু হয় রাত সাড়ে তিনটার দিকে।`

মুফতি মাহমুদ আরও বলেন, `এই আস্তানায় অন্তত চার জন জঙ্গি রয়েছে বলে আমরা ধারণা করছি। এদের মধ্যে একজন নারী জঙ্গিও আছেন।`

রাতে অভিযান শুরু হওয়ার পর দুপক্ষের মধ্যে বেশ কয়েক দফায় গুলি বিনিময় হয় বলে জানা গেছে। ভোর ৫টা নাগাদ একটি ব্যাপক আকারের বিস্ফোরণ ঘটে বলে জনিয়েছে স্থানীয়রা। এতে একটি ভবনের ছাদ উড়ে ধসে পড়েছে।

গোলাগুলির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কিছু সময়ের জন্য বন্ধ ছিল। তবে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা সম্পর্কে কিছু জানা যায়নি।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭