ইনসাইড পলিটিক্স

কি বার্তা নিয়ে আসছেন সিঁথি?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/10/2018


Thumbnail

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের আগেই ঢাকায় আসছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। তিনি গত কোরবানির ঈদের আগেও ঢাকায় এসেছিলেন এবং খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দুই দফা সাক্ষাৎ করেছেন। ঈদের পর তিনি আবার বিদেশ চলে যান। ধারণা করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তাগুলো ঢাকায় নিয়ে আসেন শর্মিলা সিঁথি।

আগামী ১০ অক্টোবর একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হবে। এই রায় ঘোষণার আগেই শর্মিলা সিঁথি ঢাকায় আসবেন বলে জানা গেছে। তিনি ঢাকায় আসার পর এই রায়কে ঘিরে বিএনপির কর্মপন্থা নির্ধারন করা হবে বলেও জানা যায়।

একটি অসমর্থিত সুত্র বলছে, এই মামলায় তারেক রহমানের যদি দণ্ড হয়, তারেক সরে যেতে পারেন বিএনপির নেতৃত্ব থেকে। সেক্ষেত্রে শর্মিলা রহমান সিঁথিকে বিএনপির দায়িত্ব দেওয়া হবে। 

বাংলা ইনসাইডার/আরকে 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭