ইনসাইড বাংলাদেশ

তুরাগে নৌকাডুবিতে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/10/2018


Thumbnail

সাভারের রুস্তমপুর এলাকায় তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় ১০ নিখোঁজ যাত্রীর সন্ধানে তল্লাশি চাল্লাচ্ছে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবরি দল। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বালুবোঝাই একটি ট্রলার ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে প্রায় ২০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে দুর্ঘটনা কবলিত নৌকাটি। নৌকাটি তুরাগ নদীর রুস্তমপুর এলাকার কাছে পৌঁছালে বালুভর্তি একটি ট্রলার নৌকাটির ওপর উঠে যায়। এতে নৌকাটি নদীতে ডুবে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় প্রায় ৯ জন যাত্রীকে উদ্ধারও করা হয়। কিন্তু এখনো নৌকার আরও ১০ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নৌকাডুবির বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গেছে। এ ছাড়া, টঙ্গী থেকে আসা একটি ডুবরি দল ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭