ইনসাইড বাংলাদেশ

‘আ.লীগ ছাড়া জাতীয় ঐক্য হতে পারে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/10/2018


Thumbnail

বৃহত্তর জাতীয় ঐক্যে’র সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ দেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হতে পারে না।’

আজ শনিবার দুপুর ১২ টায় আওয়ামী লীগের নির্বাচনী গণসংযোগের সময় পুরান ঢাকার চকবাজারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ড. কামাল হোসেন ও বিকল্পধারার সভাপতি বি. চৌধুরী বিএনপিকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকে দেশের মানুষ সফল হতে দেবে না। তাঁদের এই ঐক্য উন্নয়ন বিরোধী ঐক্য, দেশবিরোধী ষড়যন্ত্রের ঐক্য।’

তিনি আরও বলেন, একমাত্র শেখ হাসিনাই দেশের উন্নয়ন করতে পারেন। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। এই কৃতিত্ব শেখ হাসিনার। তাই উন্নয়ন অব্যাহত রাখতে হলে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

আওয়ামী লীগের নির্বাচনী গণসংযোগে নগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭