ইনসাইড বাংলাদেশ

‘সুচিকিৎসা পাবেন খালেদা জিয়া’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/10/2018


Thumbnail

হাইকোর্টের নির্দেশনায় বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া এবং তার পছন্দ মতো তিনজন চিকিৎসক নিয়ে মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশনা দেওয়ায় খালেদা জিয়া সুচিকিৎসা পাবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  আজ বিকেলে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে বিএনপির মহাসচিব একথা বলেন।

আজ বিকেল চারটার দিকে বিএসএমএমইউ’তে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। সেখানে তাকে ‘কেবিন ৬১২’ নম্বর কেবিনে রাখা হয়েছে।

গত বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসা দেয়ার নির্দেশ প্রদান করেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। রায় ঘোষণার দিন থেকেই রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তিনি।

বাংলা ইনসাইডার/আরকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭