ইনসাইড বাংলাদেশ

‘আগামীকাল খালেদার চিকিৎসায় মেডিকেল বোর্ডের সভা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/10/2018


Thumbnail

দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ৫ সদস্যের মেডিকেল বোর্ডের সভা আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন।   

আজ শনিবার বিকেলে খালেদা জিয়াকে বিএসএমএমইউ’তে ভর্তির পর এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বিএসএমএমইউ পরিচালক বলেন, বেগম জিয়া আজকে হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র। আমরা তাঁর পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করছি। আগামীকাল মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এর আমরা তাঁর স্বাস্থের বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবো।

হাইকোর্টের নির্দেশনা অনুসারে খালেদা জিয়ার চিকিৎসায় আগের চিকিৎসা বোর্ড বাতিল করে নতুন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিএসএমএমইউ`র মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো আব্দুল জলিল চৌধুরীর নেতৃত্বে এই মেডিকেল বোর্ডে আরও আছেন, ফিজিক্যাল মেডিসিনের সহযোগী অধ্যাপক ডা.বদরুন্নেসা, ডা. সৈয়দ আতিকুল হক, ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, ডা. নকুল কুমার দত্ত।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭