ইনসাইড বাংলাদেশ

‘আসুন সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ দেশ গড়ে তুলি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/10/2018


Thumbnail

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা চাই সকলে মিলে একসঙ্গে কাজ করে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে। আসুন দেশকে আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলি।’ 

আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসবভন গণভবনে লায়ন ও লিও মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই যে মানুষের সেবা করা, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। মানুষের পাশে দাঁড়ানোর থেকে বড় কাজ আর কি হতে পারে। আমার জীবনটাকে উৎসর্গ করেছি আমি বাংলার জনগণের জন্য। আমার নিজের কোনো চাওয়া-পাওয়া নেই। শুধু একটা জিনিসই চাই, যে দেশকে আমার পিতা স্বাধীনতা করেছেন, তার যে স্বপ্ন ছিল বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত, উন্নত বাংলাদেশ, এই বাংলাদেশকে সেভাবে উন্নত এবং সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই।’

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ‘আজকে বাংলাদেশ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মান ও স্বীকৃতি পাচ্ছে। একসময় বাঙালিরা বিদেশে গেলে সবাই বলত, বাংলাদেশ ঘূর্ণিঝড়, দুর্ভিক্ষ…ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এখন আর কেউ সে কথা বলে না। আপনারা নিশ্চয়ই যখন বিদেশে যান তখন সেটা নিশ্চয়ই উপলব্ধি করতে পারেন। এখন বাংলাদেশ শুনলে মানুষ বলে, ‘ও বাংলাদেশ, বাংলাদেশ তো উন্নয়নের রোল মডেল।’  

দেশের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই সম্মানটা আমরা অর্জন করতে পেরেছি। এই সম্মানটা যেন আমরা ধরে রাখতে পারি। সেইজন্য আপনাদের সহযোগিতা কামনা করি। আমরা চাই, আমাদের সকলে একসঙ্গে কাজ করে বাংলাদেশকে আমরা আরও উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো।’

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবেই পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ২০৪১ সালে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ এই আশাবাদও ব্যক্ত করেন তিনি এসময়।

উল্লেখ্য, গত ৩ জুলাই আমেরিকার লাস ভেগাসে বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ১০১তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ২১০টি দেশের ডেলিগেটদের ভোটে এই সম্মেলনে লায়ন কাজী আকরাম উদ্দিন আহমদ আন্তর্জাতিক পরিচালক নির্বাচিত হন।

গণভবনে আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাউন্সিল চেয়ারপারসন লায়ন মো. আমিনুল ইসলাম লিটন এবং সাবেক আন্তর্জাতিক পরিচালক শেখ কবীর হোসেন।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭