ইনসাইড বাংলাদেশ

রাজধানীতে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/10/2018


Thumbnail

প্রকৃতিতে কাশফুলের সাদা শুভ্রতা জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। ইতিমধ্যেই রাজধানীর প্রতিটা মন্দিরে শুরু হয়েছে পূজার আমেজ। প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কার চেয়ে কে বেশি আকর্ষণীয় মণ্ডপ তৈরি করবে তা নিয়ে যেন প্রতিযোগিতায় নেমেছে পূজার আয়োজক ও কারিগররা। ঢাকের কাঠি ও ঢোল বেজে উঠলেই ষষ্ঠীপূজার মধ্য দিয়েই আগামী ১৫ অক্টোবর শুরু হবে শারদীয় দুর্গাপূজা।

এবারের উৎসব ভালোভাবে পালন করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে সনাতন ধর্মাবলম্বীরা। সরেজমিনে রাজধানীর শাঁখারিবাজার ও লক্ষ্মীবাজার ঘুরে দেখা যায়, সকলের মাঝেই সাজসাজ রব। শাঁখারিবাজারে চোখ ধাঁধানো রং, হাঁকডাক, কোলাহল জানান দিচ্ছে দেবী দুর্গার আসতে আর বেশি দেরি নেই।



সনাতন ধর্মাবলম্বীরদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। এমনই চিত্র দেখা যায় পুরান ঢাকার শাঁখারিবাজারের দুর্গা মন্দিরে। প্রতিমা তৈরিতে দিনরাত সমানে কাজ করছে কারিগররা। শাঁখারিবাজারের বাগানবাড়ি মণ্ডপের সুশীল পাল ও তার ছেলে গত একমাস ধরেই প্রতিমা তৈরির কাজ নিয়েই ব্যস্ত। তাদের শৈল্পিক ছোঁয়ায় খড়, মাটি, পাট আর কাঁদায় তৈরি প্রতিমা উঠে দাঁড়াতে শুরু করেছে। শুধু বাকি পরিপাটি করে সাজানোর কাজটুকু। নিজের মনের মাধুরি মিশিয়ে প্রতিমা তৈরি করছে তারা। প্রতিমা তৈরির পরপরই চলবে রংয়ের কাজ। 



এদিকে, পূজা উপলক্ষ্যে রোদ ও বৃষ্টির লুকোচুরি খেলার মধ্যেও থেমে নেই রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের কাজ। আপন মনে কাজ করে যাচ্ছে প্রত্যেকেই। এমনকি তারা কথাও বলছে একে অন্যের দিকে না তাকিয়ে মাথা নিচু করে। চারিদিকে সামিয়ানা টানিয়ে মস্তবড় মঞ্চ, নানা রঙের নকশাওয়ালা ককশিট, বাশের তৈরি ছাঁচের নকশাওয়ালা অবয়ব মুগ্ধ করবে যে কাউকেই। যদিও এখনো পর্যন্ত এখানে কোনো প্রতিমা আনা হয়নি। আগামীকাল সোমবার থেকে এখানে পর্যায়ক্রমে প্রতিমা আনা হবে বলে জানিয়েছেন এখানকার পূজার আয়োজকরা।

দুর্গাপূজাকে সামনে রেখে শেষ সময়ে রাজধানীর মার্কেটগুলোতেও কেনাকাটার ধুম লেগেছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব, নতুন জামা ছাড়া কিভাবেই বা সম্ভব! তাইতো ছোট-বড় অনেকেই ভিড় করেছেন রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া মার্কেট ও বসুন্ধরা সিটিতে।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭