ইনসাইড বাংলাদেশ

খালেদার সঙ্গে দেখা করতে মওদুদসহ আইনজীবীরা হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/10/2018


Thumbnail

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের নেতৃত্বে চার আইনজীবী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গেছেন। আজ রোববার বেলা ১২টার দিকে তাঁরা হাসপাতালে যান।

এর আগে সকালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন বিএসএমএমইউর মেডিকেল বোর্ডের পাঁচজন চিকিৎসক।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় বেগম জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। ওই দিনই পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরানো ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে। এরপর থেকে গত আট মাস ধরে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন। কারাবাসের কয়েকদিন পর থেকেই নিজেকে অসুস্থ বলে দাবি করে আসছিলেন খালেদা। চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালেও ভর্তি হতে চেয়েছিলেন তিনি। কিন্তু আদালতের নির্দেশে গতকাল শনিবার তাঁকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭