ইনসাইড বাংলাদেশ

কোটা বহালের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/10/2018


Thumbnail

৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা পরিবারের ৩০ শতাংশ কোটা বহালের দাবি জানিয়েছে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ শাখা।

অবরোধের কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। মহাসড়কের দু’পাশে আটকা পড়ে সহস্রাধিক দূরপাল্লার গাড়ি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ শাখার আহ্বায়ক শিহাব উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধুর উপহার দেওয়া ৩০ শতাংশ কোটা পুর্নবহাল না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

গত বুধবার মন্ত্রিপরিষদের বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের যে সুপারিশ করেছিল সরকারি কমিটি, তাতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭