ইনসাইড বাংলাদেশ

‘আগের মতোই চিকিৎসা চলবে খালেদা জিয়ার’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/10/2018


Thumbnail

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বোর্ডের ৫ জন সদস্য তাঁর চিকিৎসার সমস্ত কাগজপত্র দেখেছেন। এসময় চিকিৎসকরা সিদ্ধান্ত নেন, তাঁরা পুনরায় না বসা পর্যন্ত খালেদা জিয়ার চিকিৎসা আগে যেভাবে চলছিল সেভাবেই চলবে। আজ রোববার দুপুর দেড়টার দিকে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন সাংবাদিকদের এ কথা জানান। 

আবদুল্লাহ আল হারুন বলেন, ‘আজকে সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার কক্ষে মেডিকেল বোর্ডের ৫ চিকিৎসক গিয়েছিলেন। চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা আবার না বসা পর্যন্ত খালেদা জিয়ার চিকিৎসা আগের মতোই চলবে। সুবিধাজনক সময়ে খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা করা হবে। আগামীকাল উনারা তাকে দেখবেন। আজকে উনারা শুধু কাগজপত্র দেখেছেন।’

খালেদা জিয়ার চিকিৎসার কাগজপত্র পরীক্ষা করার সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন উপস্থিত ছিলেন বলেও জানিয়েছেন আবদুল্লাহ আল হারুন।

নতুন করে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে বিএসএমএমইউর পরিচালক বলেন, ‘ডাক্তার সজল কৃষ্ণ ব্যানার্জি বরিশাল গেছেন। তাই তার পরিবর্তে সহযোগী অধ্যাপক ডা. তাসনিয়া পারভীনকে নিয়োগ দেওয়া হয়েছে।’

মেডিকেল বোর্ড বদল করার ব্যাপারে তিনি বলেন, ‘কোর্ট যে রায় দিয়েছেন সেখানে চার নম্বর প্যারায় স্পষ্ট উল্লেখ করা আছে যে অধ্যাপক এম এ জলিল চৌধুরী ও সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ ছাড়া বাকি তিনজন যেন ড্যাব বা স্বাচিপের কার্যনির্বাহী সদস্য না হন। বোর্ডে যে কয়েকজন আছেন তারা কেউই ড্যাব বা স্বাচিপের কার্যনির্বাহী কমিটির সদস্য নন।’

খালেদা জিয়ার তিন আইনজীবীর তাঁর সঙ্গে দেখা করে প্রসঙ্গে বিএসএমএমইউর পরিচালক বলেন, ‘আইনজীবীরা আদালতের রায় অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসার আবেদন জানিয়েছেন। আমরা আদালতের রায় অনুযায়ী চিকিৎসা করছি।’

খালেদা জিয়ার পক্ষ থেকে যদি কোনো গাইনোকোলজিস্ট অথবা ফিজিওথেরাপির কোনো চিকিৎসক চাওয়া হয় তবে তা দেওয়া হবে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭