ইনসাইড বাংলাদেশ

‘বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/10/2018


Thumbnail

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার। তবে মন্ত্রিসভা ছোট বা বড় করা প্রধানমন্ত্রীর এখতিয়ার।’

আজ রোববার মন্ত্রণালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াত্ত তাবাজারা অলিভেরা জুনিয়রের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন মন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, ‘আজ ব্রাজিলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানেও ক্ষমতাসীনদের অধীনে নির্বাচন হচ্ছে। সংসদও বহাল রয়েছে। বাংলাদেশেও বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। সংসদও ভাঙবে না। তবে প্রধানমন্ত্রী চাইলে মন্ত্রিসভার আকার ছোট করতে পারেন।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সংবিধান অনুসারে যথা সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ এলো নাকি এলো না তার জন্য অপেক্ষা করা হবে না। চলতি মাসের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের জন্য মন্ত্রিপরিষদ পুনর্গঠিত হবে। বিএনপি ২০১৪ সালে সির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছিল সে ভুল আর করবে না বলেও আশা প্রকাশ করেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এই নেতা।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭