ইনসাইড পলিটিক্স

জামাত ইস্যু গিলে ফেলল জাতীয় ঐক্য প্রক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/10/2018


Thumbnail

বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার শীর্ষ নেতারা গতকাল রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বাসায় বৈঠকে বসেন। এতদিন ধরে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়া বলে আসছিল, প্রত্যক্ষ-পরোক্ষভাবে কেউ জামাতের সঙ্গে যুক্ত থাকলে তাদের সঙ্গে ঐক্য করা হবে না। কিন্তু গতকালের বৈঠকে বিএনপিকে পাওয়ার জন্য জামাতের ইস্যুটি জলাঞ্জলিই দিল যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা। জাতীয় ঐক্য প্রক্রিয়ায় জামাতের অবস্থান কী হবে কিংবা ২০ দলের অবস্থান কী হবে সে ব্যাপারে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা ছাড়াই শেষ হয় গতকালের বৈঠক।

বৈঠকের শুরুতেই বিএনপির নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, এই ঐক্য শুধু বিএনপিকে নিয়ে করতে চান না তারা। জামাতের ব্যাপারে যেহেতু ঐক্য প্রক্রিয়ায় আপত্তি আছে তাই জামাত ছাড়া ২০ দলীয় জোটের বাকি ১৯ দলকে ঐক্য প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে চায় বিএনপি। এই পর্যায়ে বৈঠকরত নেতারা টেলিফোনে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ড. কামাল হোসেনের সঙ্গে যুক্ত হন। ড. কামাল হোসেন তাঁদেরকে বলেন, জামাত নিবন্ধিত রাজনৈতিক দল নয়। এই ঐক্য হবে শুধু নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এই পর্যায়ে বিকল্প ধারার এক নেতা প্রশ্ন উত্থাপন করে বলেন, বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক আছে। আর আমরা বলেছি, জামাতের সঙ্গে কারো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক থাকলে তাদের সঙ্গে ঐক্য হবে না। সেক্ষেত্রে বিএনপির ব্যাপারে কী সিদ্ধান্ত নেবে জাতীয় ঐক্য প্রক্রিয়া? এ সময় যুক্তফ্রন্টের ওই নেতাকে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ও বিএনপির নেতারা রীতিমতো ধমক দিয়ে থামিয়ে দেন।

গতকালের বৈঠকের পর জামাত ইস্যু অমীমাংসিত রেখেই শুরু হলো জাতীয় ঐক্য প্রক্রিয়ার যাত্রা।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭