ইনসাইড বাংলাদেশ

একনেকে ৩২,৫২৪ কোটি ৯০ লাখ টাকার ২০ প্রকল্পের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/10/2018


Thumbnail

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩২ হাজার ৫২৪ কোটি ৯০ লাখ টাকার ২০ টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, ‘সরকারের শেষ সময়ে প্রকল্প অনুমোদনের চাপ বেড়েছে। গত মাস থেকে প্রকল্প অনুমোদনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। সাধারণত একনেক সভাগুলোতে গড়ে আট থেকে দশটি করে প্রকল্প অনুমোদন দেওয়া হয়।’   

আজকের সভায় অনুমোদনকৃত প্রকল্পগুলো হলো গ্রামীণ যোগাযোগ উন্নয়ন, বঙ্গবন্ধু শেখ মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন, দেশের ২৫ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থাপন, ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন, কক্সবাজার টেকনাফ সড়ক উন্নয়ন প্রকল্পসহ ২০ টি প্রকল্প।  

বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামালসহ মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭