ইনসাইড পলিটিক্স

বজ্র আঁটুনি ফস্কা গেরো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/10/2018


Thumbnail

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার মূল আসামি লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বক্তব্য সংবলিত একটি ভিডিও পাওয়া যাচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে। অথচ হাইকোর্টের নির্দেশ আছে তারেক যেহেতু ফেরারি তাই তাঁর কোনো বক্তব্য বাংলাদেশে প্রচারিত হবে না। কিন্তু হাইকোর্টের নির্দেশ অমান্য করেই ‘ওবায়েদ জোন’ নামে রীতিমত একটি চ্যানেল খুলে প্রচারিত হচ্ছে তারেকের বক্তব্য। তাই প্রশ্ন উঠেছে এই ব্যাপারে কিছু করছে না কেন বিটিআরসি?

ডিজিটাল অপরাধ দমনে গত ১৯ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইন পাস করেছে সরকার। এরপর গত ৮ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ এ সংক্রান্ত বিলে সম্মতি দিলে কার্যকর হয় আইনটি। তথ্য সন্ত্রাস ও তথ্যগত দুর্বৃত্তায়ন বন্ধের জন্যই তৈরি করা হয়েছে এই ডিজিটাল আইন। অথচ হাইকোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত তারেক জিয়া লন্ডনে পলাতক অবস্থায় নির্বিঘ্নে বানোয়াট তথ্য দিয়ে জাতিতে বিভ্রান্ত করে যাচ্ছেন। আজ মঙ্গলবার আপলোডকৃত তারেক জিয়ার বক্তব্য সংবলিত ভিডিওটি ইতিমধ্যেই প্রায় দুই হাজার বার দেখা হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও পাওয়া যাচ্ছে এই ভিডিও। কিন্তু বিটিআরসি এখনও পর্যন্ত লিংকটি বন্ধ করতে কোনো ব্যবস্থা নেয়নি। তাই প্রশ্ন উঠছে, যে উদ্দেশ্য ডিজিটাল আইন প্রণয়ন সে উদ্দেশ্যই কি পূরণ করতে ব্যর্থ হচ্ছে বিটিআরসি?

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭