ইনসাইড বাংলাদেশ

‘বিএসএমএমইউ’তে খালেদাকে সব ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/10/2018


Thumbnail

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেছেন, ‘বিএসএমএমইউতেই বেগম খালেদা জিয়াকে সব ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব। আর উনার যে আর্থ্রাইটিস রোগ, সেই রোগের চিকিৎসার জন্য আলাদা একটা ডিপার্টমেন্টই আছে আমাদের এখানে।’  

আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু বিএসএমএমইউ হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

এসময় তিনি আরও বলেন, ‘আগামীকাল বিকাল ৪টায় খালেদা জিয়ার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের চার জন সদস্য তাঁর সঙ্গে দেখা করবেন। এরপর তার চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। তার কী কী শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে সে ব্যাপারে খোঁজ নেওয়া হয়েছে। আজ থেকে ফিজিওথেরাপি দেওয়া হতে পারে।’

উন্নত চিকিৎসা দেওয়া হলে উনি অনেকটাই সুস্থ হয়ে উঠবেন এবং বিএসএমএমইউতেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব বলেও তিনি জানান।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতের নির্দেশে, গত শনিবার থেকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭