ইনসাইড বাংলাদেশ

‘রায়কে ঘিরে নাশকতার চেষ্টা করলে বিএনপিকে ছাড় দেওয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/10/2018


Thumbnail

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। রায় নিয়ে বিএনপি সহিংসতা ও নাশকতার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। আমরা জানি এই মামলার রায় নিয়ে তারা এখন থেকে বড় ধরনের নাশকতা ও সহিংসতার পরিকল্পনা নিচ্ছে।’  

আজ মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আল-রিয়াদ এক্সপ্রেস বাসের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী। 

বিএনপি’কে উদ্দেশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা ভুলে গেছে এটা ২০১৪ সাল নয়, এখন ২০১৮ সাল। কোনো অপচেষ্টা হলে জনগণ প্রতিরোধ করবে, আমাদের লাগবে না। সহিংসতার মত কোনো ঘটনা ঘটলে যা করার দরকার আইন প্রয়োগকারী সংস্থা তাই করবে।’ 

এসময় ওবায়দুল কাদের আরও বলেন, ‘সবাই জানে এর মাস্টারমাইন্ড হচ্ছে হাওয়া ভবন, তারেক জিয়া। এখন সত্যকে আঁড়াল করে কোনো লাভ নেই। তারপরেও আমরা এই ব্যাপারে রায়ের আগে কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু ন্যায় বিচার যেন আমরা পাই। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি।’ 

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭