ইনসাইড পলিটিক্স

উদ্বিগ্ন খালেদা, ব্লাড প্রেসার বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/10/2018


Thumbnail

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর পুত্রকে বাঁচাতে সব কিছুই করেছিলেন। সামরিক গোয়েন্দা সংস্থাকে ঘটনার তদন্ত করতে দেননি। তদন্ত অন্যখাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলেন। তার মুখ্য সচিবকে বলেছিলেন, ‘জিয়া পরিবারের বিচার কে করবে?’ কিন্তু রায়ের দিন বেগম জিয়ার সেই দম্ভোক্তি নেই। বিএসএমএমইউ এর ৬১২ নম্বর কেবিনে চিকিৎসা চলছে সাবেক প্রধানমন্ত্রীর। গতকাল মঙ্গলবার তাকে ফিজিও থেরাপি দেওয়া হয়। কিন্তু রাত থেকেই তাঁর ব্লাড প্রেসার অনেক বেশি। বেশ কয়েকবারই ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে জিজ্ঞেস করেছেন।

বঙ্গবন্ধু মেডিকেল সূত্রে জানা গেছে আজ সকালেও তাঁর ব্লাড প্রেসার অনেক বেশি ছিল। বেগম জিয়া কর্তব্যরত নার্সের কাছে জানতে চেয়েছেন, ‘মামলার রায় কখন হবে?’ ঐ নার্স তাঁকে বলেছেন ‘এব্যাপারে তাঁর কাছে কোনো তথ্য নেই।’ চিকিৎসকরা মনে করছেন এই রায় নিয়ে উৎকন্ঠার কারণেই তার প্রেসার বেড়ে গেছে।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭