ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে ‘মাইকেল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/10/2018


Thumbnail

ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় মাইকেল। ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি-১ থেকে ক্যাটাগরি-৩ এ রূপান্তরিত হয়ে স্থানীয় সময় বিকেল নাগাদ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও আলবামায় আঘাত হানতে পারে। সিএনএন এ তথ্য জানিয়েছে। 

‘মাইকেল’ চলতি বছর যুক্তরাষ্ট্রে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের আঘাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রেহাই পেতে উপকূল থেকে দ্রুত মানুষদের সরিয়ে নেওয়া হচ্ছে। এজন্য কাজ করছেন পাঁচ হাজারেরও বেশি উদ্ধারকর্মী।

ফ্লোরিডার ৩৫টি এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর রিক স্কট। তিনি মাইকেলকে দানবাকৃতির ঘূর্ণিঝড় বলেও অভিহিত করেন।

ঘূর্ণিঝড়ের প্রভাবে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ‘মাইকেল’ মোকাবিলায় ফ্লোরিডা ও আলাবামায় সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭