ইনসাইড পলিটিক্স

‘তারেকের ডবল ফাঁসি হওয়া উচিত’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/10/2018


Thumbnail

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর মৃত্যুদণ্ড প্রাপ্তদের কনডেম সেলে নেওয়া হয়েছে। আদালত থেকে আসামিদের সোজা কাশিমপুর নেওয়া হয়। মৃত্যুদণ্ড প্রাপ্ত অন্যরা তেমন প্রতিক্রিয়া না দেখালেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।

আদালত থেকে নেওয়ার সময় তিনি রায়ের প্রতিবাদ করে বলেন, ‘আল্লাহ সহ্য করবে না।’ কারাগারে তিনি চিৎকার করে কাঁদতে থাকেন। অন্য কারাবন্দিরা তাকে সান্তনা দিলে তিনি বলেন, ‘আমার যদি ফাঁসির দণ্ড হয় তাহলে তো তারেক সাহেবের ডবল ফাঁসি হওয়া উচিৎ।’ বাবর প্রথমে কনডেম সেলে যেতে অস্বীকৃতি জানালেও পরে তাঁকে বুঝিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কারাবিধান অনুযায়ী আলাদা রাখা হয়। এটাকে কনডেম সেল বলে।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭