ইনসাইড গ্রাউন্ড

নারী ফুটবল দলকে সংবর্ধনা দিচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/10/2018


Thumbnail

ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। সে জন্য বাংলাদেশ নারী দলকে কয়েকদিন আগেই অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভা থেকে শুধু অভিনন্দন দেওয়া হচ্ছে না তা নয়। প্রধানমন্ত্রীর তরফ থেকে আগামী ১১ অক্টোবর সংবর্ধনাও দেওয়া হচ্ছে নারী ফুটবল দলকে।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়। সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ’বৈঠকের শুরুতে ভুটানে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়। তাই মন্ত্রিসভা তাদের অভিনন্দন জ্ঞাপন করেছে।’

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে রোববার ফাইনালে নেপালকে ১-০ গোলে হারায় বাংলাদেশ।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭