ইনসাইড পলিটিক্স

‘খুনিদের সঙ্গে কি করে বসবেন?’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/10/2018


Thumbnail

আজ সন্ধ্যায় ড. কামাল হোসেনের বাসায় বিএনপি, যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠক। সকালেই অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীকে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে ফোন করেন ড. কামাল হোসেন। ফোনে অধ্যাপক বি. চৌধুরী বলেন, ‘স্যার, খুনিদের সঙ্গে কি করে বসবেন?’ ড. কামাল হোসেন জিজ্ঞেস করেন, ‘কে খুনি?’ জবাবে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক চৌধুরী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তো খুনি হেসেবে কোর্ট রায় দিয়েছে। তাছাড়া তাঁদের অনেক নেতাই জড়িত।’ ড. কামাল বলেন, ‘সে তো আর মিটিং করছে না। সে তো দেশেও নেই।’ কিন্তু অধ্যাপক বি. চৌধুরী বলেন, ‘তারেকই তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে থাকলে কি তাদের সঙ্গে বসা ঠিক হবে? আমরা বলছি সন্ত্রাসমুক্ত রাজনীতির কথা। এটা জনগণের কাছে রং মেসেজ দেবে।’ সাবেক এই বিএনপি নেতা বলেন, ‘বিএনপি আপাতত তারেক জিয়াকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে পারে। তাহলে আমাদের জন্য ঐক্য করা সহজ হয়’ ড. কামাল বলেন, ‘এই কথাগুলো মিটিংয়ে এসে তাদের বলুন।’ বি চৌধুরী বলেন ‘দেখি।’ আজ বৈঠকে তাই অধ্যাপক বি চৌধুরীর যোগ দেওয়া নিয়ে আবার অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭