ইনসাইড বাংলাদেশ

দুর্বল হয়ে আসছে ঘূর্ণিঝড় তিতলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/10/2018


Thumbnail

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশ ও ওডিশার মাঝামাঝি এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে ঘূর্ণিঝড় তিতলি আঘাত হেনেছে। প্রায় তিন লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে বলা হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ওডিশা থেকে দুর্বল হয়ে তিতলি বাংলাদেশের দিকে আসছে বলে জানা যায়। বাংলাদেশ অতিক্রম করার সময় এটি আরও দুর্বল হয়ে পরবে।

আবহাওয়া অধিদফতর ঘূর্ণিঝড় তিতলির সর্বশেষ অবস্থান জানিয়ে বলছে, হ্যারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড় ‘তিতলি’র গোপালপুরের কাছ দিয়ে ভারতের ওড়িষ্যা-অন্ধ্র উপকূল অতিক্রম করতে শুরু করেছে। দেশের সমুদ্র বন্দরসমূহকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়।

আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় তিতলি নিয়ে বাংলাদেশের মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিতলি এর প্রভাবে আজ ও আাগামীকাল দেশব্যাপী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে আজ বৃহস্পতিবার রাজধানীতে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ভোর থেকেই আকাশ মেঘলা থাকতেও দেখা যায়।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭