ইনসাইড গ্রাউন্ড

টানা পাঁচ ম্যাচে জয়শূন্য ইতালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/10/2018


Thumbnail

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব পেরুতে না পারা চারবারের বিশ্বকাপ জয়ী ইতালির ভালো সময় যেন আসছেই না। রাতে ঘরের মাঠে ইউক্রেনের সঙ্গে ড্র করায় টানা পাঁচ ম্যাচ জয় বঞ্চিত দলটি। ইতালি শেষ ১২ ম্যাচে জয়ের মুখ দেখেছে মাত্র ২ বার।

জেনোয়ায় বুধবার রাতে ইউক্রেনের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের পুরো সময়ে নিজেদের দখলে বল রেখেও জয় নিয়ে খেলা শেষ করতে পারেনি ইতালি। ইউক্রেনের গোলরক্ষক আন্দ্রি পিয়াতভের দারুণ নৈপুণ্যে ম্যাচটি ইতালির জয়শূন্যই রয়ে যায়।  

২৩ মিনিটে তিনি ফেদেরিকো বের্নারদেস্কির শট রুখে দেন। ৩৭ মিনিটে ফেদেরিকো চিয়েজার শট আবারও কর্নারের বিনিময়ে ফেরান শাখতার দোনেৎস্কের এই গোলরক্ষক।

৫৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বের্নারদেস্কির নেওয়া শটে ইতালি তাদের একমাত্র গোলটি পায়। কিন্তু ৭ মিনিট পরেই সমতায় ফেরে সফরকারীরা। রোমানের একটি শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান জানলুইজি দোন্নারুম্মা। ওই কর্নার থেকেই ভলিতে জাল খুঁজে নেন রুসলান মালিনভস্কি।

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭