ইনসাইড গ্রাউন্ড

স্ত্রী অসুস্থ, আফগান লীগ না খেলেই দেশে ফিরলেন তাসকিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/10/2018


Thumbnail

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। স্ত্রীর অসুস্থতার খবর শুনেই তাড়াহুড়ো করে দেশে ফেরা তাঁর। নিজের দলের প্রথম দুই ম্যাচে একাদশে ছিলেন না তাসকিন তাই এখনো আফগান লিগে মাঠেই নামা হয় নি তাঁর।

মঙ্গলবার রাতে তাসকিন খবর পান স্ত্রী সৈয়দা রাবেয়া অসুস্থ। খবর শুনে দেশের ফেরার জন্য অস্থির হয়ে ওঠেন । স্ত্রীর পাশে থাকতে দ্রুতই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

তাসকিন আহমেদ বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আফগানদের প্রথমবারের মতো আয়োজিত এই প্রিমিয়ার লিগে খেলতে গত ১ অক্টোবর দেশ ছেড়েছিলেন। ৩০ হাজার ডলার ভিত্তিমূল্যে তাসকিনকে কিনেছিল কান্দাহার। এই দলে ডাক পেয়েছিলেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুনও। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের কথা চিন্তা করে বিসিবির পক্ষ্য থেকে তাঁদেরকে ছাড়পত্র দেয়নি।

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭