ইনসাইড বাংলাদেশ

২০ জেলায় ৩৩ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/10/2018


Thumbnail

প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ জেলায় ৩৩ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন।  

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ প্রকল্পগুলোর উদ্বোধন করেন। 

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের মতো এত দ্রুত অন্য কোনো দেশ উন্নয়ন করতে পারেনি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বলেই এটি সম্ভব হয়েছে। জাতীর পিতা একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। আমরা তাঁর স্বপ্ন বাস্তবায়ন করছি। আমরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি। আমরা দিনবদলের ঘোষণা দিয়েছি। দিনবদলের যাত্রা শুরু করেছি। এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নিতে আমরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে উন্নয়ন করেছি। প্রযুক্তিগত জ্ঞান বাড়ানোর জন্য ডিজিটাল সেন্টার করে দিচ্ছি। দেশের মানুষ তথ্য প্রযুক্তির সেবা পাচ্ছেন। দেশকে এগিয়ে নিতে আমরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি।’

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭