ইনসাইড বাংলাদেশ

প্রথম মামলা হলো ডিজিটাল নিরাপত্তা আইনে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/10/2018


Thumbnail

সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার মেডিকেল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে পল্টন থানায় এই আইনে মামলা দায়ের করা হয়।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মালিবাগে সিআইডির অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মোল‍্যা নজরুল ইসলাম সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান।

পুলিশ সুপারের দেওয়া তথ্য থেকে জানা যায়, মামলায় পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলো, পিরোজপুরের ভান্ডারিয়ার কালাম গাজীর ছেলে কাউসার গাজী (১৯), মাদারীপুরের কালকিনির হাসানুর রশীদের ছেলে তারিকুল ইসলাম শোভন (১৯), চাঁদপুর মতলবের জাকির হোসেনের ছেলে সোহেল মিয়া (২১), নওগাঁ পত্নীতলার আলমের ছেলে রুবাইয়াত তানভির (আদিত্য) এবং টাঙ্গাইলের কালিহাতীর আনসার আলীর ছেলে মাসুদুর রহমান ইমন।
পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ধারা ২৩(২), ২৪(২) ও ২৬(২) সহ পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এর ৪/১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে এই পাঁচজনের বিরুদ্ধে।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭