ইনসাইড গ্রাউন্ড

পাকিস্তানকে জিততে দিলো না ওসমান খাজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/10/2018


Thumbnail

দুবাই টেস্টে নিশ্চিত জয় হাতছাড়া হলো পাকিস্তানের। জয় ছিনিয়ে নিলো অজি ওপেনার ওসমান খাজা। তাঁর অনবদ্য সেঞ্চুরিতে সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে অস্ট্রেলিয়া।

বুধবার চতুর্থ দিনে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮১ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৪৬২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে। ৩ উইকেটে ১৩৬ রান নিয়ে অজিরা চতুর্থ দিন শেষ করে। পঞ্চম দিনে জয়ের পাল্লাটা পাকিস্তানের পক্ষেই ছিল। অস্ট্রেলিয়ার ম্যাচ বাঁচানো অনেক কঠিন ছিল।

সেই কঠিন কাজ সহজেই পার করলেন ওপেনার ওসমান খাজা অভিষিক্ত ট্রাভিস হেডকে নিয়ে শেষ দিনে জুটি গড়েন ১৩২ রানের। এই জুটি দিনের প্রথম সেশনে কোন উইকেট দেয় নি। পরবর্তীতে টিম পেইনের সাথে ৭৯ রানের জুটিতে পাকিস্তানকে জয় থেকে দূরে সরিয়ে দেয় খাজা। ইয়াসির শাহের বলে আউটের আগে ৩০২ বলে ১৪১ রানের ম্যাচ বাঁচানো ইনিংস খেলেন খাজা। টিম পেইন করেন ৬১ রান।

দুবাই টেস্ট

টস- পাকিস্তান

পাকিস্তান ১ম ইনিংস ৪৮২ (হাফিজ ১২৬, হারিস ১১০, শফিক ৮০, সিডল ৩/৫৬, লায়ন ২/১১৪)

২য় ইনিংস ১৮১/৬ ডিক্লে. (ইমাম ৪৮, শফিক ৪১, হল্যান্ড ৩/৮৩)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস ২০২ (খাজা ৮৫, ফিঞ্চ ৬২, বিলাল ৬/৩৬, আব্বাস ৪/২৯)

২য় ইনিংস ৩৬২/৮ (খাজা ১৪১, হেড ৭২,পেইন ৬১, ফিঞ্চ ৪৯, ইয়াসির ৪/১১৪,  আব্বাস ৩/৫৮৬)

ফল- ম্যাচ ড্র

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭