ইনসাইড বাংলাদেশ

আগামী রোববার পদ্মা সেতুর রেল সংযোগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/10/2018


Thumbnail

আগামী রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণ’ প্রকল্পের আওতায় ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণকাজের উদ্বোধন করবেন।  

একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এক হাজার ৩০০ মিটার নদীর তীররক্ষা কাজের উদ্বোধন করবেন। এ ছাড়াও তিনি ১০ হাজার ৮৪ কোটি টাকা ব্যয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। এরপর মাওয়া প্রান্তে সুধী সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।  

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অত্র এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বয়ে চলেছে। এ জন্য মুন্সীগঞ্জ পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা এ বিষয়ে বলেন, ‘মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবারের পরিবর্তে রোববার সকাল ১১টায় আসবেন।’

বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭