ইনসাইড পলিটিক্স

এরশাদের নিরবতার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/10/2018


Thumbnail

রাজনীতিতে যখন নানা রকম মেরুকরণ হচ্ছে, তখন হুসেইন মোহাম্মদ এরশাদ চুপটি মেরে বসে আছেন। এরশাদের ঘনিষ্ট সুত্রগুলো বলছে যে, এরশাদ দেখছে কারা বেশি শক্তিশালী হয়। ঝোপ বুঝে কোপ মারাই হলো এরশাদের কাজ। এরশাদ সব সময় সেই জোটেই যায়, যেই জোট ক্ষমতায় যায়, বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে। তিনি কখনও ঝুঁকি নিতে চান না।

সিঙ্গাপুরে ড.কামাল হোসেনের সঙ্গে এরশাদের মিটিং হয়েছে, আবার এরশাদ বর্তমান ক্ষমতাসীন দলের সঙ্গেও দেন-দরবার করেছেন। তিনি বর্তমান সরকারের নির্বাচনকালীন মন্ত্রিসভাতেও থাকতে চান। এরশাদের এই দ্বৈত ভূমিকার কারণে জাতীয় পার্টিতেও নানা রকম বিরোধ সৃষ্টি হয়েছে।  

রওশন এরশাদসহ জাতীয় পার্টির অনেকেই মনে করছেন, যেকোনো পরিস্থিতিতেই তাঁরা এই সরকারের অধীনের নির্বাচনে যাবেন। তাঁরা নির্বাচনের যাবতীয় প্রস্তুতিও শুরু করে দিয়েছে। কিন্তু এরশাদ যেদিকে গেলে তার ব্যক্তিগতভাবে লাভ হবে, সেই দিকে তিনি লক্ষ্য রাখছেন। সেই কারণে এখন সবার নজর এরশাদের দিকে। তবে এরশাদ অপেক্ষা করছেন রাজনীতির গতি প্রকৃতি বুঝে তিনি তার অবস্থান ঘোষণা করবেন। সেই কারণেই এরশাদ গত কয়েক দিন থেকে নিরব।  

বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭