ইনসাইড গ্রাউন্ড

মেলবোর্নে হাসপাতাল ছাড়লেন সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/10/2018


Thumbnail

সব পরীক্ষা নিরীক্ষা শেষে অবশেষে মেলবোর্নের হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাকিব আল হাসান। ৫ দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ শেষে চিকিৎসকরা তাঁকে হাসপাতাল ছেড়ে যাওয়ার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছেন।

হাসপাতাল ছাড়লেও এখনই দেশে ফিরছেন না সাকিব। আরও বেশ কিছু দিন সেখানেই থাকবেন। আঙুলের অবস্থা বুঝেই দেশে আসার ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।

বছরের শুরুতে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে যেয়ে আঙুলে চোট পান। সেই চোট নিয়ে দীর্ঘদিন খেলা চালিয়ে গেলেও এশিয়া কাপে সেই ইনজুরি প্রকট আকার ধারণ করে। জরুরী ভিত্তিতে ঢাকায় ফেরত আসেন সাকিব এবং রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। সেখানে দুই দফা পুঁজ বের করার পর উন্নত চিকিৎসার জন্য মেলবোর্ন যান তিনি।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭