ইনসাইড পলিটিক্স

আমার বাসা কি রাজনৈতিক বৈঠকখানা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/10/2018


Thumbnail

গতকাল বৃহস্পতিবার ড. কামাল হোসেনের বাসায় জাতীয় ঐক্যের যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই বৈঠকের আমন্ত্রণ কে জানিয়েছিল এ নিয়ে প্রশ্ন উঠেছে। ড. কামাল হোসেন বলেছেন, ‘আমার বাসায় বৈঠক। আমিতো দাওয়াত দেইনি। কে দাওয়াত দিল!’

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে গত ৮ অক্টোবর আসম আব্দুর রবের উত্তরার বাসায় জাতীয় ঐক্যের বৈঠক হয়েছিল। তখনই গতকালের বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ড. কামাল হোসেনকে এ ব্যাপারে অবহিত করা হয়েছিল কি হয়নি সেটা জানা যায়নি। এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেএসডির সভাপতি যুক্তফ্রন্টের নেতা আসম আব্দুর রব বলেন,‘ ঐ বৈঠকে ড. কামাল হোসেনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাকেই বলা হয়েছিল ড. কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করার জন্য।’ জানা গেছে ওই বৈঠকে মোস্তফা মহসিন মন্টু উপস্থিত ছিলেন। ঘনিষ্ঠসূত্রগুলো বলছে, মোস্তফা মহসিন মন্টু জানিয়েছিলে ড. কামাল হোসেনকে। সম্ভবত ড. কামাল হোসেন তা ভুলে গেছেন। অন্য আরেকটি সূত্র বলছে ওই দিন ড. কামাল হোসেনের মার্কিন দূতাবাসের দুজন কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক ছিল। তিনি এজন্যই ওই বৈঠকটা বাতিল করেছে। তবে ড. কামাল হোসেন যখন জানতে পারেন তার বাসায় সন্ধ্যায় বৈঠক। তখন তিনি ক্ষুদ্ব প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমার বাসা কি রাজনৈতিক বৈঠকখানা? এখানে যখন তখন যার ইচ্ছে বৈঠক করবে? আমার বাসার দাওয়াত আমি দিলাম না কে দিলো?’

তিনি আরও বলেন, ‘আমি এই বৈঠকে কাউকে ঢুকতে দিবো না। আমি কাউকে বাসায় আমন্ত্রন জানাইনি।’ এই কথা বলে বৈঠক বাতিল করা হয় বলে জানা গেছে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭